চাইলেই মিটে যেতো
সত্যিকি তাই
মিছে কেনো অনুরাগে
নিজেকে পোড়াই
আবেগ কে কি শান্ত করে
যেতোনা ফেরা নিড়ে
বিবেক কেনো শাসায় আমায়
সব যে যাচ্ছিস ভূলে
কিসের এতো ছলচাতুরি
কেমন ভালোবাসা
নিজের মানুষ হলো পর
বিরহতে হাসা
অভিমানের দেয়ালটাকি
যায়না সত্যি ভাঙ্গা
এ কেমন ছেলেমানুষী
একটু মায়া হয়না
জিদ করে কি নিজের স্বপ্ন
ভাগে কেউ এমন
রাগে তুমি রাজ্য ছাড়া
বিষয়টা বলো কেমন
তার চেয়ে এই ভালো
ঝামেলা ফেলো মিটে
ভালোবাসাটাও ক্ষণস্থায়ী
ধংশ মৃত্যুতে।