আমি কোন আলোড়ন সৃষ্টি করিনি
নিরবে সরে দাড়িয়েছি তোমাদের থেকে
তবুও আমাকে ঘিরেই যত ব্যঞ্জনা
বেড়েছে তোমাদের মণিকোঠে
অল্পতে ছেড়ে দিতে পারোনা মেনে নিতে পারোনা
তারি বহি:প্রকাশ আমার সমালোচনা
আমিতো অর্ধেক যুগ থেকেই বঞ্চিত
মায়া মমতা শান্তনা
তোমরা আমার পরিবর্তন দেখে ব্যঙ্গ করেছ
কারণ খোঁজনি কোনকালে
অসহায়ত্বেও চরম শিখরে পৗঁচ্ছেছিলাম
তবুও আসিনি তোমাদের দ্বারে।
তোমরা সহানুভূতির ভিঁড়ে উপহাস খোঁজ
অসহায়ের সুযোগে খুজ স্বার্থ
আমি বোবা হয়ে মহাখুশি
চাইনা কোন বাক বিতর্ক।
তোমরা ভালো থেকে অহংকার নিয়ে স্বার্থ ঘিরে
মানবতার মুখোশের ভিঁড়ে
আমি লজ্জ্বিত এক মানুষ বেঁচে থাকতে চাই একাক্বীতকে নিয়ে
যে সমাজ লোভের বশবর্তী অর্থের ঝলকানিতে দেয় রায়
সে সমাজ আমার না সমাজ তোমাকে বিদায়।