রাখবে কি মনে মোরে
যদি না হয় হাঁটা শরৎতে ঐ কাশফুলে
না হয় দেখা দূর্গা পূজোর ছলে
অভিমানটা আঁকড়ে ধরে পারবেকি মেনে নিতে
তাঁরা হয়ে জ্বলছি আমি মধ্যরাতে গগনেতে।
রাখবে কি মনে মোরে
ঈদের ছুটি ঘনিয়ে এলে
বায়না ধরা কথাগুলি
না শুনি আর সেল ফোনে
যদি না হয় কথা আর কোনকালে
দু:চোঁখে যতই বর্ষা নামে
দু:খকে আকেড় ধরে পারবেকি মেনে নিতে
সর্বদা আছি আমি তোমার মাঝে তোমার খোঁজে
নাকি বদলে যাবে খবর পেলে
শেষ বিদায়ে মৃত্যুর কোলে
যখন দেখবে আমি শুয়ে
নতুন প্রেমে সাঁজবে কি আর
বাঁধবে কি ঘর নতুন করে।
নাকি সাত জনমের সম্পর্কটা
বয়ে যাবে জনম ভরে
অন্ত্যেষ্টিক্রিয়ার পরে
খুব জানতে ইচ্ছে করে