প্রশ্ন ছিলো জীবন মানে
সংগ্রাম আছে যতো
প্রশ্ন ছিলো রাত্রীটা
কেনো এত নিস্তব্দ।
প্রশ্ন ছিলো মেঘের পড়ে
বৃষ্টি কেনো আসে
প্রশ্ন ছিলো জীবনটাকে
কে অনেক বেশি ভালোবাসে।
প্রশ্ন ছিলো দাহ কার্যে
অগ্নিই কি শ্রেষ্ট
প্রশ্ন ছিলো বিরহে মানুষ
আত্মহত্যায় কেনো ব্যস্ত।
প্রশ্ন ছিলো নিরব ধ্বনি
শোনেনা কেনো সবে
প্রশ্ন ছিলো পরিবর্তনটা
ব্যক্তিত্ব না সমাজের।