যদি ফিরে আসতে চাও আসতে পারো
অধিকার জোর করে প্রতিষ্ঠিত করবে কত কাল
ক্ষণিকের সুখকে আঁকড়ে ধরে
কি পেয়েছো
লাঞ্চণা ভতসৎনা একটি ঝগড়াটে সকাল।
আমি ফিরতে পারবোনা তোমার হৃদয় নীড়ে
আটকে থাকতে পারবোনা শাষণের বেড়াজ্বাল
স্বাধীনতাটা সংগ্রামে পেয়েছি,
বন্ধী জীবনটা ভয়ঙ্কর অন্ধকার।
জীবনের হিসাবটা আগেই করে নিয়েছি
দান করতে করতে সবি এখন শূন্য
প্রাপ্তির হিসাবটা সেবারেই সেরেছি
যখন শুনেছিলাম আমি পুরুষ
রাগ নয় নিরবতাটাই একান্ত কাম্য।
তুমি সে বারও আমায় বলেছিলে সবি অহংকার
অহংকার চূর্ণ করটাই নারীর ধর্ম,
সাজিয়ে গুছিয়ে নেওয়াটাই ছিলো
সম্পূর্ণ স্ত্রীর অধিকার।
দুঃস্বপ্ন সবি।