অবহেলা আর উপেক্ষার ভিড়ে
সবসময় নিজেকে রেখেছি নিপীড়নের দলে।
কখনো সাহস দেখায়নি মুখ ফুটে বলবার
স্বাধীনতাটা আমারও আছে হয়তোবা নেই অধিকার।
সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি মোর
অভাবের সাথে বসবাস যন্ত্রণার ভিতর
আকড়ে ধরে পরে থাকাটাই ছিলো কাম্য
সমাজ বলেছে ছোটলোক ওরা জঘন্য
শাসক হওয়া সহজ বটে অর্থ থাকলে কাছে
অভিবাভক হয়ে দেখায়ও না কেনো ফাটে
দুদিনের দুনিয়াতে ক্ষমতার জন্য
কাটাকাটি হাতাহাতি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ।
পাড়লে এসে হাতটা ধরে টেনে তোল উপরে
মানুষ মানুষের জন্য দেখাও সমাজেরে।