এই অবেলায় তুমি কার অপেক্ষায়
দাঁড়িয়ে নিঝুমও সন্ধ্যায়
প্রতারিত প্রেমিকের ছলনায় কি
ছড়েছো ঘড় সংসার
কাদছো এখন কেনো অশ্রু চোঁখে
দেহতো সপেছিলে হাসিমুখে
ক্ষণিকের সুখে মত্ত হয়ে
তুমিইতো করেছিলে ভ্যাবিচার
শুনোনি তখন তুমি কারো কথা
বন্ধু বান্ধব বলো পিতা মাতা
কোন অধিকারে বলো হয়েছিলে এক
নষ্ট ভালোবাসায়
এই অবেলায় তুমি কার অপেক্ষায়
দাঁড়িয়ে নিঝুমও সন্ধ্যায়
প্রতারিত প্রেমিকের ছলনায় কি
ছেড়েছো ঘড় সংসার