কখনো সত্যিকারের মানুষ হতে পারিনি
নামের মানুষ হয়েছি হাজারো বার
সেদিনও নামের মানুষ হয়েছিলাম,
অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে মুখ বুঝে
দেখেছিলাম বাংলাদেশে জন্ম নেওয়া দু:ষ্কৃত
পাকিস্তানি হানাদার
নামের মানুষ হয়ে বহুবারি শুনেছি নির্যাতিত নারীর চিৎকার
কখনো হাত বাড়িয়ে প্রকৃত মানুষের মতো
ধর্ষকের উপর ঝাপিয়ে পড়ে করতে পারিনি কাউকে উদ্ধার
নামের মানুষ হয়ে কতবারি পথ চলতে চলতে দেখেছি শুনেছি
ইভটিজিং করা সেই অনৈতিক কাব্যভাষা
নামের মানুষ হয়ে পথ চলেছি বলেই আজ পৃথিবীটা অন্যায়ে ভরা
নামের মানুষ হয়ে কবেই বা কি করেছে কারা
ভয়ে ভীত হয়ে চুপ চাপ নির্যাতন সহ্য করে আমারাইতো করেছি
দেশটারে স্বাধীনতা হারা
উঠো জাগো ডাকো প্রতিবাদের আহব্বান
আমারা যদি নষ্ট করতে পারি তবে গড়তেও পারি
শুধু হতে হবে একজোট এক প্রাণ।