কেনো আমাকেই চাই
অবসান কালে
প্রেমকে বিসর্জন দিয়েছি
কামনা এসেছিলো বলে।
তোমার ভেবেছিলে পুরুষ আমি নয়
আর আমি প্রেমে সমর্পণ
খুজেছি সারারজনম ভর।
তোমরা ছলনা করেছো
মিথ্যা প্রতিশ্রুতিতে ভেঙ্গেছো ঘড়
আমি অনুভব করছি এগুলো ক্ষণিকের
বাধ্যর্কে এসব কিছুই নাহি রয়।
বার্ধ্যকে দাত পড়ে যায় চুল চলে যায়
স্মৃতিশক্তি কমে হয় ক্ষয়
যৌবন তখন ধংশ
মনে হয় আমার আমি নয়।
যা করেছি অতীতে সব তখন ভূল
এই দেহটা শাষণ করে ইন্দ্রিয় শিমূল
মন আবেগ কাম ক্রোধ সবি তার অংশ
মৃত্যুই ভবিষ্যৎত এটাই চিরন্ত।