জীবনটাই পরম সত্য
মায়া মমতা স্নেহ ভালোবাসা
বাকি সবকিছুই আবেগের বহিঃপ্রকাশ
আবেগতো নিমিত্ত
তবুও দাগ রেখে যায়
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তের মতো
ছয় ঋতুতে বারোমাস
কেউ কেউতো আমৃত্যু পর্যন্ত ফেলে দীর্ঘশ্বাস
জীবনটা পরম সত্য
মিথ্যে কল্পনা ভাবনা স্বপ্নের সংসার
চলে গেলেতো সবি পড়ে
তখন আর কেউ আঙ্গুল তুলে বলবেনা
এটাই তোমার জীবনের সবচেয়ে বড় হার
জীবনটাই পরম সত্য
মিথ্যে অঙ্গিকার
জীবন আছে বলেই ধর্ম কর্ম
ন্যায় অন্যায় কর্তব্য অকর্ত্যবের
হিসাব নিকাশ
চলে গেলেতো সবি পড়ে
কাঁদবেনা আর হৃদয়ের আকাশ
জীবনটাই পরম সত্য
মিথ্যে প্রতিশ্রুতি
সারাজীবন পাশে থাকার
চলে গেলেতো সবি পড়ে
মৃত্যুতো ক্ষণিকের ব্যাপার