কেনো ঘৃণায় করো দৃষ্টিপাত ঐ ব্যক্তি টাকে
দারিদ্রতার শিকল পায়ে অভাবে তে খাটে
অনেক সুখে ঘুমান জানি রাজ পালঙ্কের খাটে
উপলব্ধি করে দেখেন নিদ্রাহীন রাতটাকে
মানবতার স্লোগান দেন মিছিল রাজপথে
মনুষ্যত্বের বালাই নাই শিক্ষিতের সার্টিফিকেট হাতে।
লক্ষটাকে করে চুরি তাদের করে সমাদর
দোষ চাপায় গরীবের ভাঙ্গ বাড়িঘড়।
তোমরা পারবে ফিরিয়ে দিতে পুরোনো সংস্কৃতি
লুন্ঠন করা কাকে বলে কাকে বলে রাজনীতি
নির্যাতন কাকে বলে কাকে বলে ধর্ম
চাইলেই ফিরিয়ে দিতে পারবে বরবরতার চিহ্ন।
বিবেক কবে হবে তোমার শেষ বিদায়ের ক্ষণে
পারেবকি শান্তিতে ঘুমাতে অপরাধবোধগুলি নিয়ে।
শেষ বিচারের ভয়কি অর্থের নিকট বন্ধী
নিজের দেহের সাথে মৃত্যুর চিরচেনা সন্ধী।
চিন্তাকর মন ক্ষণিকের জীবন দম ফুরালেই
ভবিতৎব হাসরের জীবন।