একটু সময় পেলে
আমিও এই যান্ত্রিক শহর ছেড়ে
পাড়ি দিতাম স্মৃতির কোলে
মৃত্যু ভূলে,
চিরোচেনা সেই বাল্যগ্রামে।
একটু সময় পেলে
নিতাম ছুটি কর্মস্থলে
হারিয়ে যেতাম বুড়িগঙ্গায়
মাতাল বাতাসে নৌকায় চড়ে
হতাম ভবঘুড়ে।
একটু সময় পেলে
ঘুড়ে আসতাম কল্পনায়
পুরোনো বাহুডোরে
রঙ্গিন প্রেমকে নিয়ে
টিঁপ পড়াতাম কপাল জুড়ে
কাঁজল আঁখি দেখতাম চেয়ে
এককল্প রজনী ধরে।
শুধু একটু সময় পেলে
দিতাম ভূলিয়ে,
হাজার বছরের অভিমান
কথার ছলে ধূলোয় গুড়িয়ে।