উন্নয়নের জোয়াড় বইছে- সারা দেশের বুকে
তাই, কালেক্টরেটের বুকের মাঝে- ষ্টল বসেছে।
গিয়েছিলাম সেথায় আমি- জোয়ারে মিশিতে
বান্ডিল বাঁধা কাগজ ছাড়া- আর, কিছুই নেই তাদের টেবিলে।
হেথায় যায় হোথায় যায়- কাগজ ছড়া-ছড়ি
সামনে গেলেই নিতে হবে- কাগজের বইগুলি।
কি যে আছে সেথায় লেখা- পড়িলাম বার বার
পেলামনা খুঁজে জোয়ার ভাটা- আর, উন্নয়নের ফোয়ার।
যেথায় যায় সেথায় দেখি- কাঁন্না-কাটির ঘটা
তবে যে বলে, উন্নয়ন? হইলো কোথায় এটা?
রাস্তা-ঘাট তৈরী হলেই- হবেনা উন্নয়ন
গরীব বাঁচাও জ্ঞানের আলোয়- আর, অনুন্নয়নকে হটাও।
নিজের নয় অন্য তরে- করোগো দান তুমি
মিলবে শান্তি হৃদ গভীরে- উন্নয়নে ফুর্তি।
উন্নয়নের ছোঁয়া দাও- মানুষের হৃদে
শিক্ষাগামী করতে হবে- মানুষের মনে।
উন্নয়ন এমনি কি হয়? যদি, জ্ঞান না থাকে
জ্ঞানের আলো জ্বালাও প্রাণে- সকলে মিলে।
এসো থাকি মিলে মিশে- করি, জ্ঞানের আলো প্রচার
উন্নয়ন এমনিই হবে- থাকবে হৃদয় মাঝার।
একটি স্কুল একটি রাস্তা- একটি মুক্তির ভবন
গড়লেই কি হবে শেষ- উন্নয়নের ভাঁজ।
উন্নয়ন করতে হলে- রাখতে হবে, হাতে হাত
সকলে মিলে গড়তে হবে- উন্নয়নের খাত।
গরীব মাঝে বিলিয়ে দিয়ে- উন্নত করো তাদের
তবেই হবে, উন্নয়ন- জোয়ার ভাটার তালে।
পকেট নীতিতে ভরে গেছে- দেশের মানুষ তরে
দেশের মানুষ বাঁচলে তবেই- রাজনীতি থাকবে টিকে।
উন্নয়নের ছোঁয়া কি ভাই- এমনি করে হয়?
উন্নয়ন করতে হলে- গবীর হটাও ভাই।
(জানুয়ারী ১৩, ২০১৮)