দাওনা আমায় গয়না-গাটি, দাওনা কিনে বাড়ি-
দাওনা একটা গাড়ী কিনে, দাওনা একখান ঘড়ি।
দেখছোনা আমি পড়ে আছি, একখান ছেঁড়া শাড়ি-
দিতে তোমার বাঁধে কোথায়, বলোনা! তাড়াতাড়ি।
আমি তোমার একমাত্র- একটিইতো বউ
আরো আছে নাকি বলো- বললে চলে যাই।
আমি বললে না করো- নেইকো কাছে ওটা
পিতা-মাতার বেলায় কেন- দিচ্ছো ঢেলে টাকা।
দাওনা ওগো কিনে আমায়- ওইযে দেখো শাড়ি
পড়লে আমায় লাগবে ভাল- দেখবে চেয়ে খালি।
গাড়ী করে দিচ্ছে সবাই- দুরের পথ পাড়ি
রিক্সা ছেড়ে, ভ্যানে চড়ে- যাচ্ছো কোথায় তুমি।
দাওনা কিনে একটি গাড়ি- চড়বো মজায় বসি
আদর আর সোহাগ দেব- অনেক মজা করি।
নেই কিছুতো করলে কেন? আমায় তুমি বিয়ে-
করতে হবে পূরণ তোমার- বায়না যত আছে।
যাও তুমি বাহির এখন- আনবে মন্ডা মিঠাই
আনতে যদি না পারো- ফিরবে নাকো হেথায়।
ছেঁড়া শাড়ী পড়বো না আর- দিতেই হবে গাড়ি
নইলে যাবো বাপের বাড়ী- তোমায় এবার ছাড়ি।
ধমক নয় সত্য বলি- মুখ হতে যা আসে
চিনবে তুমি এবার আমায়-
মুখে- বলছি যা আজ, আমি।
(ডিসেম্বর ২১, ২০১৭)