(গত ২০/১২/২০১৭ তারিখে আমার নিজের লেখা ‘নিজের মত করে’ লেখনি পাঠ পরবর্তী কমেন্ট বক্সে শ্রদ্ধেয় কবিবর রঞ্জন গিরি মহাশয়ের মন্তব্যের প্রতিত্তোরে লেখা লিখনি)
অসাধারণ ধ্যান জ্ঞানে- করলে তুমি দান
মন্তব্যে জমিয়ে আসর- করলে আরেক চয়ন।
বাস্তবতার নিরিখে আমার- লিখতে লাগে ভালো
মগজ ধোলাই করে আমি- জ্বালাই জ্ঞানের আলো।
বিবেক নয় ধ্যানও নয়- হৃদয় কথা বলে
মগজ হতে কপি করেই- নিত্য লিখে চলে।
ভাল মন্দ বুঝিনা আমি- লিখতে থাকি খাতা
একটি সময় দাঁড়িয়ে যায়- চাইছি যেমন যাহা।
ছন্দ নাহি মেলে মোর- গদ্য হয়ে যায়
পদ্য লিখতে ছন্দ মিল- নাহি খুঁজে পায়।
তাই বলেতো পিছপা নাহি- হবো একটুও আমি
লিখতে লাগে ভালো বলে- লিখেই চলেছি।
মন্দ হতে ছন্দ খুঁজি- মন্দকে বাদ দিয়ে
ভাবাভাবি হয়না আমার- জ্ঞানের আলো জ্বেলে।
জ্ঞান আছে অল্প কিছু- ধার করে তাই বলা
বাস্তবতার নিরখ দিয়ে- লিখেই শুধু চলা।
দারুণ সুন্দর অপূর্ব ছন্দে- লিখতে নাহি পারি
ছন্দ মিল খুঁজে না পেয়ে- গদ্য লিখতে থাকি।
গদ্য যদি পদ্য হতো- লাগতো কতই ভালো
ছন্দ মিলের ছন্দাভাবে- লিখতে তুমি পারো?
হে শ্রদ্ধেয় কবিবর- দেখি তোমার লেখা ক’টা
এঁকে এঁকে চয়ন করি- ভাবতে, শুধু থাকা।
তোমার মত পাইনা শব্দ- হয়না শুদ্ধ লেখা
আবোল তাবোল ছন্দ মিল- শুধুই খুঁজে চলা।
সময়কাল- সকাল ১০:৫৮ (ডিসেম্বর ২১, ২০১৭)