‘শেষ কবিতা’ শিরোনামে গত ১২/০৩/২০১৮ তারিখ পি পি আলী আকবর ইসলাম সাহেবের কমেন্ট বক্সে লেখা (এক নকল-নবীসের মতো করে)
শেষ কেন ভাই? শুরু করুন-
নতুন করে আবার।
না হারিয়ে সকাল বিকাল-
লিখতে থাকুন- ওই সে গান।
লিখতে থাকুন নতুন করে-
মধ্য আকাশ চাঁদকে নিয়ে।
লিখতে থাকুন নতুন করে-
সঙ্গীনীকে ভালবেসে।
লিখুন লিখুন তাকে নিয়ে-
নতুন কিছু শব্দ ভেবে।
লিখুন না ভাই যতন করে-
মন সাজানো কথন দিয়ে।
বসন্তের ওই ভর দুপুরে-
স্নিগ্ধ হাওয়ায় সিক্ত হয়ে,
মরুর পানে চেয়ে চেয়ে-
এক ফোটা জল, নিননা খেয়ে।
শেষ থেকে তাই শুরু করে-
বাঁচতে শিখুন, নতুন সাজে।
(মার্চ ১২, ২০১৮)