আসরের শ্রদ্ধেয় কবিবর সঞ্জয় কর্মকার মহাশয়ের গত ২৩/১২/২০১৭ তারিখে ‘লেজসমেত দুইটি কলি ৯৯ তম’ কাব্যত্রয় পাঠ পরবর্তী কমেন্ট বক্সে লেখা লিখনি।
পারেনও বটে দাদাভাই ওহে- লেখেন তারে গুছিয়ে
পরিপাটি পরে লিখেযান আনমনে- লেখা যত আছে।
এক এক করে শত সহস্র কোঠা- গেল ছেড়ে
লক্ষ মানুষের হৃদয়েতে ঠাঁয় নিলে- ওগো প্রিয় কবিহে।
মনের মণিকোঠায় রাখিয়াছি- আমি তোমারে
তুমি মোর ধ্যান জ্ঞান- জাগিয়াছো এ হৃদয়ে।
তুমি নও কঞ্জুস তুমি নও ভীতু- তুমি জাগ্রত সবাকার হৃদয়ে
তুমি জ্বালাও জ্ঞানের আলো- ছাড়খার করে ফেলো সবাকার ভুলগুলো।
মেনেছি তোমাকে প্রভু- আঁকারে বিকারে
শব্দ ভান্ডার তোমার হৃদয়ে- আছে যেন গেঁথে।
লেখো কত শত লেখা- ছন্দও দেয় ধরা
পরিপাটি হয় হৃদয়ে।
অলস নওগো তুমি- লিখে চলো একাধারে
ভুলগুলো শুধরে- পরিপাটি করে তুলে।
উঁকি মারো কেমনে- সময়তো পাইনে
দিবা নিশি হয়নাগো- দেখা তারে।
শত সহস্র প্রণাম কবি তোমারে-
আশির্বাদে দাও ছড়িয়ে- কিছু জ্ঞানের আলো জ্বালিয়ে।
সময়কাল- দুপুর ০২: ৪২ (ডিসেম্বর ২৩, ২০১৭)