এই পুষি আয়না কাছে- বসনা এসে ঘরে
বাটিভরে দুধ দেব- খাবি মজা করে।
আনবে বাপি মাছ মাংস- রান্না করবে মা
মাংসগুলি খেয়ে আমি- দেব কাটাটা।
খাবি তুই আরাম করে- থাকবি আমার কাছে
আদর সোহাগ দেব তোরে- ভয় পাসনে পাছে।
এই পুষি আয়না কাছে- একটুকুনই হাস্
কথা কেন শুনিস না তুই- কোথায় চলে যাস্।
বলেছিতো! কাটা দেব- দেব দুধ ও ভাত
আদর দেবে সোহাগ দেবে- আমার দু’টি হাত।
মাংস খাবি! দেবো তোকে- যদি শুনিস কথা
কাছে এসে থাকনা বসে- কেমন নিরবতা।
এই পুষি আয়না কাছে- যাসনা কোথাও
আমার কথায় রাগ হয়েছে? গোঙ্গাস গো-ও-ও।
আয় আয় পুষি বেড়াল- আমার কাছে আয়
বাপি এনেছে মাছের মুড়ো- ভাগ করে খাই।
(ডিসেম্বর ১৩, ২০১৭)
দৃষ্টি আকর্ষণ- রাকা সোনামণির মুখে সবেমাত্র বুলি ফুটেছে। আজ সকালে একটা ছোট্ট বেড়াল ছানা দেখে রাকা সোনামণি বলছিল- আ আ ম্যা আ আ। ঠিক তখনই এই লেখনির দু’লাইন মনে এসে যায় আর দোকানে এসেই লিখতে বসি। এক এক করে লিখতে থাকি আর এভাবেই দাঁড়িয়ে যায়। আপনাদের পাঠের জন্যে পাতায় প্রকাশ করলাম।