(প্রকৃতি আলিঙ্গণে)

গ্রীষ্মকালের প্রথম ভাগে- কালবৈশাখীরা আসে
লন্ড-ভন্ড করে দিয়ে যায় সে- অনেক দূরের দেশে।
গ্রীষ্মকালের শেষের ভাগে- উষ্ণ থাকে বায়ু
একটু বৃষ্টি একটু ঠান্ডা- রৌদ্র লাগে ভারী।

গরম খুঁজি শীতের কালে- আগুন জ্বালি যত্র
মাদুর পেতে বসে পোহায়- রোদ থাকে যেথায়।
শীত কাল বড়ই মজার- পিঠা-পুলির সময়
খেয়ে-দেয়ে লেপের তলে- ঘুমিয়ে পড়ি মজায়।

এবার একটু শীত পড়েছে- ভাবছো তুমি কেন
ক’দিন গেলেই বেড়ে যাবে- উষ্ণ বাতাসগুলো।
ঝড়বে পাতা গাছে গাছে- গজবে আবার নতুন
ফুলের গন্ধে প্রফুল্ল্য হৃদে- নাচবে মনের ভেতর।

প্রকৃতির দানে সন্তুষ্ট থেকে- আলিঙ্গণে মন ভরো
ক’দিন বাদেই যাবে চলে- শীতের আমেজগুলো।
গরম গরম খাবার খেতে- লাগে এখন ভাল
ক’দিন পরেই বলবে তুমি- ঠান্ডা হয়না কেন?

প্রকৃতি যা দিয়েছে মোদের- সাজিয়ে গুছিয়ে
আদর করে আলিঙ্গণে- চলো, তার মত করে।
বর্ষাকালে টিপ-টিপিয়ে ঝড়ে যখন ধারা
বলি সবেই, যাবে কবে- ধুত্তরি ছাই ওটা।

শরৎকালের প্রথম ভাগে- সূর্য দেয় বেশ তাপ
ফর্সা শরীর রোদে পুড়ে- কালচে গায়ের রং।
শরৎকালের শেষের ভাগে- পুজোর আমেজ ঘটে
একটু ঠান্ডা একটু গরম- গা শির শির করে।

হেমন্তকালের শেষের দিকে- হয়, নতুন ধানের আগমন
ফুরফুরে আমেজে নতুন চালের- পায়েস খেতে
ভালই লাগে বেশ।

আরকি বলি, কালের কথা- নেইকো ভাষা জানা
শেষ করিলাম- এটুক লিখেই, বিদায় নিলাম ভায়া।

(জানুয়ারী ০৯, ২০১৭)

##                               ##                                 ##

(মন্তব্য প্রদান)

শ্রদ্ধেয় কবিবর মোঃ আব্দুল কাদের সাহেবের ০৯/০১/২০১৮ তারিখের বন্ধুত্বের দাবী পাঠ পরবর্তী কমেন্ট বক্সে লেখা লিখনি।

নেই জানা ভাষা
তবে, বলিবো কি কথা
হয়েছে বেশ চমকপ্রদ।
পড়ি বার বার
নিজেই নিজেকে শুধায়
লেখনা হৃদ আরেক বার।

নেই সময়
এখন যাই
পরে হবে
কথা।

বন্ধু তুমি
লিখিয়াছো
হৃদয় দিয়ে
আজ
তোমার মনে
আসে যত কথা।

আসবো আমি
তোমার পাতায়
পাঠে
প্রাণ আজ গেল ভরে।
তাই মন্তব্য?
করিলাম প্রদান
আজ তোমাকে এভাবে।

সময়কাল- সন্ধ্যা ০৭:২৭ (জানুয়ারী ১০, ২০১৮)