ইচ্ছা ছিল মনে- বসবো সকল মিলে
একই সুরে গেলে গান- মন, থাকবে- ফুরফুরে।
কিন্তু, সময় নেই বলে- যাওয়া হলোনা সেখানে
অর্থ-কড়ি? নেইতো- শুধুই, পকেট পড়ে আছে।

লেখক নামের জোট- হচ্ছে, শুধুই ভোট।
ইচ্ছা, কাহার কি- দিচ্ছে, শুধুই ফাঁকি।

কেউ বলে- ভাই আয়
কেউবা, তাড়িয়ে দেয়।
যা হয়নি, ঠিক করে লেখ
জাতের দোহায় দেয়।

তাই বলে কি ভাই-
লেখায়? এমনি দোহায় দেয়!
জাত-পাতের ওই হিসেব চাইলে
চলো, লালন সংঘে যাই।

একটি সূত্র এটি- সকল ফুলের মালী
লেখক সমাবেশ, মাগুরাতে-
এসো, সকলে আজ মিলি।

দ্বিধা-দ্বন্দ্ব ভুলি- সকল লেখা পড়ি
মন্তব্যেতে ভাল বললে- যাবেকি চুল ছিড়ি?
হোকনা সেটা মন্দ- আছে কি, কোন দ্বন্দ্ব?
ক লিখতে কলম ভাঙ্গুক- বলছো কেন? মন্দ।

আসুক নতুন লেখক- ভেবে? সে যাই লেখে লিখুক
আসরটাকে ব্যস্ত রেখে- দিচ্ছে উলুক-ভুলুক
না হয়নি, এমনি করে- বলে নাতো ওরা
তবে কেন, না হয়নি- পিছে লেগে থাকা?

পিছে লাগা দিননা বাদ- লিখতে থাকুন ধীরে
নতুনকে আজ আলিঙ্গণে- নিননা বুকে টেনে।

(মার্চ ১৪, ২০১৮)

দৃষ্টি আকর্ষণ- স্থানীয় এক কবি, সাহিত্যিক ও চিকিৎসক গত ১১/০৩/২০১৭ তারিখ আমাকে ফোন মাধ্যমে বলেছিলেন তুমি কি কবি? তোমার ক’টা বই বাজারে এসেছে। একটি বইয়ের নাম বলোতো দেখি? উত্তরে বলেছিলাম, আমি নিজেকে জাহির করবোনা বিধায় বই এখনও বেড় হয়নি বা করিনি। তবে আমি আপনাকে চিনি, নিজেকে বড় মাপের কবি মনে করেন, না? নতুনকে সুযোগ দিন। যাতে ওরা এগোতে পারে আগামীর পথে। আজ হঠাৎ মনে পড়ে গেল তার সেদিনের সেই কথাগুলো, আর তাই, লিখে ফেললাম। তবুও যদি আসরের কাহারো সাথে আমার এ লেখার মিল খুঁজে পান বা উপরোক্ত লেখনিতে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজগুণে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।