ঠান্ডা এলো ডান্ডা হাতে- ধররে দেশলাই কাঠি
আগুন জ্বালা আগুন জ্বালা- পোহায় সকল বসি।
কররে নিবারণ ঠান্ডাকে আজ- ডান্ডা মেরে সরা
গরীবগুলো পাচ্ছে শুধু- শীতের মস্ত তাড়া।
ও দাদাভাই, দাওনা আমায়...
ওই দেখা যায় ত্রান এসেছে- ছোটনা জানটি ছাড়ি
একটি পেলেই হবো খুশি- বাঁচবে জীবন বুঝি।
শীতার্তদের শীতবস্ত্র- যদি পেত ঠিক
শীতের কাঙ্গাল রইতো না আজ- গরীব আর দুঃখি।
নিচ্ছে কারা দিচ্ছে কারা- বুঝিনাগো আমি
এতো এলো গেল কোথা- মাত্র পেলাম ক’টি।
তবে বলে স্বাধীন নাকি? কেমনে কাকে বোঝায়
গরীব আমি খেটে খেয়ে- পরের কাছে গায়।
শীতবস্ত্র শীতার্তদের- নিচ্ছে কেন ওরা
ওদের আছে অনেক তবু- খাচ্ছে গাদা গাদা।
যাদের নেই তাদের কাছে- দাওনা হৃদ খুলি
শান্তি মিলবে মনে তোমার- দাওনা হৃদয় মেলি।
বিশ্ববাসী কাবু এবার- তীব্র শীতের কাছে
হাত পেতেছে গরীবগুলো- ফিরিয়ে, কেন দিচ্ছে।
ওই দেখা যায় ত্রাণের গাড়ী- যাচ্ছে কোথা চলি
আমি গরীব নেইকো টাকা- কিনবো? কি করি।
দাওনা আমায় ও দাদাভাই- গরীব দুঃখির দ্বারে
মিলবে শান্তি হৃদ গভীরে- থাকবে চিরসুখে।
দোয়া করবো প্রাণটি খুলে- আল্লাহ্র দরবারে
রাখবে তোমায় উপরওয়ালা- শান্তি সুখের হালে।
একটি বস্ত্র আমায় দিলে- যাবেনাকো কমে
বস্তা গায়ে দেখ আমি- কাঁপছি কেমনে।
সময়কাল- সন্ধ্যা ০৬:৫২ (জানুয়ারী ১১, ২০১৮)