আসছে পুজা বাজাবো ঢাক-
মদের বোতল দিচ্ছে ডাক।
মদ খেয়ে ঢাক বাজাবো মোরা-
নেশায় চূড়? হয় হোক।
মদ খেয়ে হুস যাবে যাক-
পিছপা নাহি হবো আজ।
মদের বোতল হাতে নিয়ে-
ঘুরবো আজ পাড়ার তরে।
দেখুক না কেন পাড়ার লোকে-
ঘুরছি আমি বোতল সাথে
নেশায় মানুষ মড়ে মরুক-
দিব্যি জ্বলবে, গলাগুলো।
হৃদয় জ্বালা জুড়োবো আজ-
মদের বোতল থাকবে সাথ
শান্ত হবে, পুজোর আমেজ-
যাব কাজে বুড়োর সাথ।
আসছে পুজো ফুর্তি মনে-
গেয়ে চলি তাই আনন্দের গান
গানের সুরে সুর মিলিয়ে-
টালমাটালে চলি ধেয়ে।
আসছে পুজোর শেষের দিনে-
ঘুরবো সাথে- ঠিক, বোতল নিয়ে।
(নভেম্বর ১৫, ২০১৭)
দৃষ্টি আকর্ষণ- এশিয়া মহাদেশের নামকরা কাত্যায়নী পুজা হয় মাগুরাতে। পুজা শুরু হবার কয়েকদিন আগে একদিন রাত্রে স্থানীয় এক নেশাখোর নেশার ঘোরে বলেছিলেন যে কথাগুলো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই লেখনির প্রকাশ।