হবেনা কখনও শিশুশ্রম বন্ধ-
যাবেনা করা ভিক্ষুক মুক্ত
যারা দু’মুঠো ভাতের অভাবে-
এখনও করে হাহাকার।
যাদের করলে দান তুমি- একটি করে ছাগল
তাতেকি ভাই মিটবো ক্ষুধা-
বলতে পার এখন?
দিতে যদি চাও তুমি- দাওনা মনটি খুলে
দুগ্ধ সমেত গাভী গরু- দান করোতো দেখি?
বাঁচবে তার সংসার আর বাঁচবে পিচ্চিগুলো
আর যাবে শ্রম দিতে- ওই নাবালকগুলো।
আমরা দিচ্ছি হাজার টাকা কিম্বা হাজার দু’য়েক
কি হয় তাতে বলতে পার? ক’দিন খাবে আরও।
সংসার চালাতে অর্থ লাগে- খাদ্য কিনতে পয়সা
শিশুশ্রমে আসবে কিছু- বাকি, মা করছে ভিক্ষা।
বিড়িতে দোম দিয়ে যারা- হাজার টাকা ক্ষোয়ায়
দাওনা ও ভাই একটি গাভী- গরীব দুঃখির দোহায়।
প্রতিদিনে নয় মাসে মাসে- কিম্বা বছর শেষে
একটি দুঃখির ঘরে ওভাই- দাওনা আলো জ্বেলে।
সমাজপতি ঘুষখোর আর অর্থ লোভী মানুষ-
মুক্ত করো শিশুশ্রম আর মুক্ত করো ভিক্ষুক।
সময়কাল- দুপুর ০৩:৩১ (ডিসেম্বর ০৭, ২০১৭)