আসরের শ্রদ্ধেয় কবিবর সঞ্জয় কর্মকার মহাশয়ের ‘ছেঁড়া কাথা (তিন)’ পাঠ পরবর্তী কমেন্ট বক্সে লেখা লিখনি।
হিজি বিজি লিখে চলি- লিখি পাতা ভরে
তাই দেখে দাদাভাই- উঁকি দেন, পাতাতে এসে।
লিখি আমি মগজ বলে যা- হৃদয় বলে লেখ
আবোল তাবোল লিখতে লিখতে- দাঁড়িয়ে যায় যাক।
তোমরা মোর পাতায় এসে- পড়ছো হৃদয় দিয়ে
মনের ভাষা মগজ কথা- লিখছো ভেবে ভেবে।
চয়ন করো সুন্দরের ছোঁয়ায়- মন্তব্য দানেও লেখ
এভাতে চয়ন আমার হয়না কেন? বলো-
লিখতে চাই তোমার মত- অনেক অনেক লেখা
দাওগো দাদা আশির্বাদ- লিখতে পারি, যেন হেথা।
মনের দু’খান কথা বলি- আবার লেখো, পাতায় এসে
মগজ উজার করে আর- মনের মাধুরী মিশিয়ে।
সময়কাল- দুপুর ০২:১৯ (ডিসেম্বর ২০, ২০১৭)