শ্রদ্ধেয় কবিবর চারু মান্নান সাহেব গত ২৯/১১/২০১৭ তারিখে ‘মা, তুমি নেই বলে’ লেখনির কমেন্ট বক্সে লেখা লিখনি)
মাতৃ বিয়োগ কত যে বেদনার- বোঝেন, গেছে যার
মা যখন থাকেন সাথে- কিচ্ছুটি, না পাই টের।
মনে যখন আঘাত পেয়ে- কাঁদতাম, একলা ঘরে
মা এসে বলতেন, খোকা- কাঁদিস না তুই ওরে।
তোর ক্রন্দনে কষ্ট পাচ্ছি- কাঁদবো কিন্তু আমি
না কেঁদে বলনা বাবা- কি হয়েছে সবই।
মা নেই মনটি খারাপ- কাঁদতে চাইছে মন
আঁচল তলের সেই সোহাগ- পাই যে এখন কই।
পড়ছে মাগো তোমায় মনে- আজ, অনে’ক দিন পরে
তোমার বিয়োগ সইতে না পারি- হৃদ বোঝে না যে।
তুমি ছাড়া ওম পাইনা- পাইনা গায়ের গন্ধ
কপাল তলে টিপের কথা- পড়ছে মনে মাগো।
ভাতের থালায় ছোঁয়া খুঁজি- খুঁজি মায়ার বাঁধন
তোমায় ছাড়া মাগো একা- ভালো লাগেনা এখন।
জল খেয়ে উপোষ থেকে- তুমি, করলে মানুষ আমায়
দাঁড়িয়েছি মা, নিজের পায়ে- দেখলে না, নিচের চোখে।
সুখের দিন এসেছে মা- কষ্টের দিনের শেষে
এমন সময় কেমনে মাগো- গেলে আমায় ছেড়ে।
কষ্টে আমার বুক ভেঙে যায়- তোমায়, দেখতে না পেয়ে
মাগো তুমি, ফিরে এসো- তোমার খোকার তরে।
(নভেম্বর ৩০, ২০১৭)
বিঃদ্রঃ গত ২০১৭ সালের জানুয়ারী মাসে শ্রদ্ধেয় কবিবর চারু মান্নান সাহেবের মাতৃ বিয়োগের কষ্টে ‘মা, তুমি নেই বলে’ নামক লেখনিটি লিখেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে লেখা লেখনি।