হয়না লেখা দারুন করে- লিখতে নাকি পারিই না
তবে কেন? এমনি করে- হৃদয়কে কেন, দেনগো দোলা।
জাতেরও হয়না পাতেরও হয়না- লিখি গদ্য যত
তবে কেন? এমনি করে- হৃদয় উজার করো।
ঘুরিয়ে ফিরিয়ে বলতে নাহি- পারি আমি ভাই
সর্ট-কাটে মেরে দিই- আমার কথাটাই।
আমি মানুষ সাধারণের- সত্য ধারণে বাঁচবো
তুমিওতো মানুষ জানি- তবে, এমনি কেন বলো।
মানুষকে তুমি মানুষ বলো- আছে, মোর বিবেক বোধ
তবে কেন? বোধ হারিয়ে- তুমি, নিচ্ছো প্রতিশোধ।
জাত পাত বুঝিনা আমি- লিখতে শুধুই চাই
তোমার হৃদয় বলেকি কবি- জানতে ইচ্ছা হয়।
লেখা আমার হয়না ভালো- পাইনা খুঁজে ছন্দ
তাই বলেকি ছেঁড়ে তারে- যাবো আমি অন্য?
লিখবো আমি মানুষ তরে- বিলিয়ে দেব মোরে
মানুষ হয়ে বাঁচতে চাই- তোমাদেরই অন্তরে।
রাখবে মনে তোমরা আমায়- ছিল এক যে পাগল
লিখতো কত না জানা সব- আবোল আর তাবোল।
ছাড়ছি না আজ আমি লেখা- লিখবো যত আছে
তোমরা আমায় পাগল বলো- ভয় পাইনা পাছে।
সময়কাল- দুপুর ০২:২৯ (ডিসেম্বর ২৪, ২০১৭)