নতুন আঙ্গিকে লিখতে পারি কি-না? জানা নেই
চেষ্টা করা মাত্র- যদি পারি, বিলাতে একটু আনন্দ।
আমার লেখা আপনাদের লাগে ভাল-
তা, জেনেই পাই প্রেরণা- অন্তর জুড়ে।
আরও নতুন নতুন বিষয় নিয়ে লিখতে ইচ্ছা জাগে মনে
সময় নেই তেমন- তাই, পারিনা সুন্দর করে লিখতে।
হে শ্রদ্ধেয় কবিবর- করুন একটু আশির্বাদ
যেন দিতে পারি উপহার- নতুন করে নতুন সাজে সজ্জ্বিত করে।
হৃদয়ের গচ্ছিত কিছু কথা- যা, না বলা কথা হয়েই রয়ে যায়
কইতে আছে মানা- তাই, পারিনা লিখিতে
লেখা নাকি হয়না আমার- তাই, পাই ভয়
পাছে, লোকে- যদি, কিছু কয়।
আবিষ্কার করি নতুন নতুন- শব্দের ব্যবহার
শিরোনাম খুঁজতে থাকি- সদা ব্যস্ত।
মস্তক আর দেয়না ধরা- হৃদয় কয়না কথা
তাই, পারিনা নতুনের আবির্ভাবে- সাজতে।
তবুও, চেষ্টা চালিয়ে যাওয়া-
তবুও, যদি একটু আনন্দ- করতে পারি দান।
নিজেকে তুলে ধরতে জানিনা- যদি পারতাম, হৃদয় শান্তি পেত
মস্তক এক অলৌকিক আনন্দে- বেড়াতো ভেসে।
(নভেম্বর ১৮, ২০১৭)