(যুদ্ধে যাবো শিরোনামে গত ১৩/০৩/২০১৮ তারিখে শাহানাজ সুলতানা অধরা দিদিভাইয়ের লেখনির মন্তব্য প্রতিত্তোরে কমেন্ট বক্সে লেখা লেখনি)
যে বিদ্রোহের ছাপ উঠেছে ফুটে- চোখ কিম্বা মুখে
এগিয়ে যান দূর্গারূপে- অসুর নিধনে
খর্গ হাতে ত্রিশুল নিয়ে- সরকি? নিন সাথে
ফেলুন প্যাঁচে কথার ঝাঁঝে- মার প্যাঁচেতে, বধ সে হবে
ভয় পাবেন না- পরশী বলে
দিননা বিধিয়ে- বুকের ভাঁজে
কথায় কথায়- কথা বাড়ে
হারিয়ে দিন- কথার চালে
মার খেলে ব্যাথা- ক’দিন থাকে
হৃদের আঘাতে- কষ্ট পাবে
না পারবে- ভুলতে তারে
ঠিক টাইট- হয়ে যাবে।
আর কখনও নয়কো চিন্তা-
কনো নয়, মৃত্যু ভাবনা।
বুক ফুলিয়ে, এবার চলুন-
বাঁচতে শিখুন- নির্ভাবনা।
(মার্চ ১৩, ২০১৮)