কতদিন আসা হয়নি পাতায়- মনটা বেজায় ভার
ঘুরতে যাবো ভাবছি বসি- হলো, কতযে দিন পার।
সময় নাহি কাটে আমার- একলা বসি বসি
পাতায় গিয়ে বসলে সেথা- কাটবে, সময় খানি।
ক’দিন ছিলাম ব্যস্ত অতি- পাইনি সময় আমি
ব্যস্ত সময় পার করিয়া- এলাম আমি ফিরি।
জেম্মা গেল ছেড়ে মোদের- দুঃখ দিয়ে হৃদে
আত্মার শান্তি কামনায়- ছিলাম আমি কাজে।
কাজ ওঠালাম সকলে বসি- রাত্রি জাগিয়া
বেদনাহত হৃদে- কি লিখবো? ভেবে, পাইনা আজ দিশা।
বাড়ীতে ছিল অনেক লোক- শান্তনা দিলো ঢেলে
শান্তনাতে হৃদ গভীরে- উঠলো হৃদয় জেগে।
লিখতে বসি হয়না লেখা- কাঁদলে দেখবে কে?
জেম্মা আমার হেথায় নেই- কে মুছবে? অশ্রু ফোঁটা।
মা রূপে ছিলেন তিনি- মোর হৃদয় মাঝারে
গেছেন তিনি অনে’ক দূরে- আসবেনা আর ফিরে।
ও জেম্মা কেন গেলে? আমায় তুমি ছেড়ে
তোমায় আমি ভালবাসি- নাওনা কোলে তুলে।
তোমায় আমি দেখতে চাই- সকাল বিকাল সাঝে
তোমার কোলে রেখে মাথা- দাওনা ঘুমাতে।
এখন শুধু দীর্ঘশ্বাস- ফেলছি বসে বসে
জেম্মাতো আর ফিরবেনাকো- বলছে পাড়ার লোকে।
ও খোকা আয়না কাছে- বোসনা কোলেতে
কে বলবে? এমন করে- গেছে..ন, দূরের দেশে।
ভা’ল লাগেনা পাতায় যেতে- জেম্মা যে নেই, মোর কাছে
আদর দিয়ে সোহাগ দিয়ে- কে ডাকবে, আয়না খোকা পাশে?
পাতায় পেতাম হৃদানন্দ- লিখতে যে, লাগতো ভাল
উৎসাহ আজ দেবে কে বলো? হারিয়ে গেছে, সে আনন্দ।
(জানুয়ারী ২৯, ২০১৮)