যদি না থাকে- ছবি আটা তাতে
চিনবো কি করে- ছেলে নাকি মেয়ে।
নাম দেখে মনে হয়- ও একটা মেয়ে
দিদিভাই বলায়, রাগান্বিত হয়ে-
দিল ঢিল ছুঁড়ে- লাগলো হৃদয়ে
হৃদ গভীরে মনে হলো যেন-
জমাট রক্ত, নুইয়ে পড়ছে।
কেঁদেই ব্যকুল- পাইনা যে কূল
হারিয়ে দিশা- যাই আমি কোথা।
আজ যেন হৃদয়ে নেই শান্তির পরশ- গেছে যেন হারিয়ে
গহীন কোন- দূরের দেশে।
লেখা আছে যাহা- না! না! আজ হবেনা বলা
হয় যদি ছলা কলা- যায় যদি ভেঙে হৃদয়া।
আটো তাতে ছবিখানা- দেখে, যদি না ভাঙে মনখানা
হৃদ গহীন অরণ্যে- সাজিয়ে রাখিবো তারে
আলিঙ্গণে- কভু নাহি যাবে চলে
ধরে রাখিবো তারে- যতনও করে।
বেসে ফেলি যদি- ভাল তারে
হয় ভয়- যদি ফেলি হারিয়ে।
কিঞ্চিত আলিঙ্গণে- হৃদয় গভীরোতলে
লুকিয়ে রাখি- তারে।
দাও দেখি ছবিখানা- রাখি হৃদয়ে, তারে লুকি
আটো আজ তড়িঘড়ি- জলদি জলদি
যদি কেউ দেখে ফেলে- নানা-খানা হবে পরে
দাও দাও ছবি মোরে, হৃদয় গহীন অরণ্যে- রাখি যতনে করে।
(জানুয়ারী ১৪, ২০১৮)