(বিবেক দেয়না সাড়া)
মরিতে চাহেনা এ হৃদয়- তবু সহেনা এ যাতনা
কাছের মানুষ দিলে ব্যথা- হৃদয়ে কি তা সয়?
হৃদয়ের ভাষা সে বোঝে না? শোনে, মুখের কথনগুলি
সে যাতনা সহিতে এ জীবন রাখিতে- মন আর চাহেনা।
অপরের কথা শোনে দিবা নিশি- ঝগড়া করে মোর সাথে
হৃদয়কি সহিতে পারে? সে যাতনা, প্রত্যহ একাগ্রহে।
চাইনা থাকতে এ পৃথিবীর বুকে- হৃদয় বলে গলে দড়ি দে
বিবেক দেয়না সাড়া, তাই পারি না- এ ধরা ছেড়ে যেতে।
(নভেম্বর ২৮, ২০১৭)
## ## ##
(কাছের মানুষ গেছে দূরে সরে)
কাছের মানুষ থাকবে কাছে- দিন দিন কেন? যায় দূরে সরে
এ হৃদয় চায় তাকে- চোখ বলে, এসো কাছে সোহাগে দেব ভরিয়ে।
না না চায় না ও সোহাগ- হৃদয়ের মাঝে নেই, আমি জানি
মোরে দিয়েছো ছাড়ি হৃদয় হতে- যাও যাও তুমি যেথায় যাও প্রতি রাতে।
কি বলছো, ভেবে বলছো কি?
কোথায় যায়- বলতে পারো কি?
কাজ না করিলে খাবে বলো কি?
রাতের আঁধারে রিক্সা চালিয়ে- ভরণ পোষণের চাহিদা মেটাতে, আমি ব্যস্ত থাকি।
তুমি বোঝ কি?
না না চাইনা আজ তোমার সঙ্গ- পাছে ভয় লাগে, যদি কিছু করো
চাইনা মরিতে আজ এ রাতের তরে- তোমার সাথে, তোমার পাশে বসি।
এসো আজ মন আছে ভাল- সোহাগে ভরিয়ে দেব
অন্তরের জ্বালা নিভিয়ে আজ- একাকার হয়ে যাবো।
(নভেম্বর ২৮, ২০১৭)