গত ০৯/০২/২০১৮ তারিখে নিজের লেখা ‘অবশেষে..’ লিখনির মন্তব্য প্রদান করা সকল লেখকদের উদ্দেশ্যে
কি আর করা বলুন না ভাই- বাস্তবতায় লিখি
দেখি যাহা শুনি যাহা- লিখতে শুধুই থাকি।
একে একে দুই হয়- তিল হতে হয় তাল
তালে তালে ছন্দ নাহি- মিলছে এ লেখায়।
কাব্যিকতার ছোঁয়াতে কি ভাই? লিখতে পারি আমি-
যা লিখেছি আবোল তাবোল- মুন্ডু বিহীন খালি।
মস্তক যে আজ দেয়না ধরা- কয়না কথা হৃদ
তবুও লিখি মনের জোড়ে- হাতে কলম তুলি।
বাস্তবতার ছোঁয়া দিয়ে- লিখেই শুধু চলা
পাঠেতে তুষ্ট হয়ে- দাওনা কিছু দোয়া।
তোমার দোয়া পেলে- হবো, একটু অগ্রসর
লিখতে লাগবে ভাল মোর- হৃদয়ের উজার।
বাস্তবকে ভালবেসে- বাস্তবতায় লিখি
দেখি যাহা শুনি যাহা- শুধুই লিখে চলি।
(ফেব্রুয়ারী ১০, ২০১৮)