মনে জাগে ভয় গুটি গুটি পায়-
কে যেন ওই আসিছে হায়!
অন্ধকারে- দেখিনা যে পথ
নেই চশমাটা চোখে।

রাতে দেখিনাকো আমি-
তাই, পাড়ার লোকজনে- কানা বলে ডাকে
চিৎকার দিয়ে ডাকি আমি মাকে-
নিয়ে যাওনা আমায়- ভয় জাগে মনে।

না জানি হায়!
লোকজন কত হয়েছে হেথায়
দেখিনাকো চোখে-
চশমাটা- নেই কাছে।

ছিলাম আমি ভাল
এ্যাসিড মেরে দিল
চোখ দু’টি আজ-
তাই- দেখেনা ভাল।

মনে ছিল আশা-
হবো বড় আমি
করবো মানুষের সেবা।

আশা গেছে মরে- না জানি কি করে
কি করে বোঝাই- আজ তোমারে।

বাঁচিতে চাহেনা মন
বোঝায় কি করে-
ভালবাসি শুধু তোমারে। (নিজেকে)

পাড়ার ছেলে-পুলে
বদের হাড্ডি- আমি জানিনি আগে
আজ তাই- রাতকানা হয়ে
চলছি পথে পথে।

(জুলাই ২৭, ২০১৭)

বিঃদ্রঃ ওপার বাংলার ‘সনি আট’ এক ক্রাইমে এক রূপসী কন্যার এ্যাসিডে ঝলসানো চেহারা দেখেই এই লেখনির প্রকাশ।