গেলেন চলে জেম্মা মোদের- সোমবার দুপুরে
কাঁন্না-কাটি করতে ব্যস্ত- ছিলাম সকলে।
জেম্মা ছিলেন সকলের বড়- বাড়ীর বটগাছ
গেলেন তিনি দূরের দেশে- একলা রেখে মোদের।
জেম্মা তুমি স্বর্গবাসী হও- এটাই প্রার্থনা
আমাদের লাগি করো আশির্বাদ- স্বর্গে বসিয়া।
তোমায় করিনি যতœ বেশী- দিওনা অভিসাপ
সুস্থ দেহে আর সরল মনে- যেন রাখিতে পারি, তোমার মান।
ও জেম্মা কেন গেলে- ছেড়ে তুমি মোদের
একলা একা যাবো কোথা- বলোনা একটু ভেবে।
বাড়ীতে গেলে আদর করে- খাওয়াতে কোলে নিয়ে
এখন কোথায় খুঁজবো তোমায়- একটু বলো ভেবে?
তুমি ছিলেন মোদের গর্ব- তুমিই বটের ছায়া
তুমি ছাড়া কেমনে রবো- বলোনা জেম্মা।
কেন গেলে? মোদের ছেড়ে- আমায় বলনা
তুমি ছাড়া আমার কথা- কে শুনবে, বলো মা?
মা’কে আমি মা ডাকি- তোমায় ডাকতাম জেম্মা
ও জেম্মা তোমায় ছাড়া- বাড়ীতে একা, থাকতে মন চাইনা।
এসোনা ফিরে ও জেম্মা- তোমায় ছাড়া একা
কেমনে রবো বলতে পারো? তোমায়, না দিখিয়া।
বাড়ী গেলে কইতে মোরে- দেনা বাবা দু’টাকা
কিনবো মুড়ি তাল পাটালী- দেনা ক’টা টাকা।
এখন কে মা, বলবে আমায়- দাওনা ক’টা টাকা
তোমায় দিলে কুমতো না মা- হয়নি পকেট ফাঁকা।
জেম্মা তুমি ফিরে এসো- তোমার ছেলের কাছে
তোমায় ছাড়া একলা জেম্মা- ভালোই লাগেনা যে।
এসো ফিরে ছেলের কাছে- যেমনি যাহা জোটে
নুন আনতে পান্তা ফুরোয়- তোমার ছেলের ঘরে।
তবুওমা তোমায় আমি- রাখবো কাছে ধরি
আদর দিয়ে সোহাগ দিয়ে- বাঁধবে আমায় তুমি।
তোমার জন্যে কোথাও গিয়ে- থাকতে না পারবো
তোমার কোলে রাখতে মাথা- ফিরবো ঠিকই আমি।
(জানুয়ারী ১৭, ২০১৮)
দৃষ্টি আকর্ষণ- গত ১৫/০১/২০১৮ তারিখ দুপুর (অনুঃ) ০৩:০০ ঘটিকায় আমার জেম্মা (বড় জেঠিমা) আমাদেরকে একা ফেলে দূরের দেশে চলে গেছেন। আমার জেম্মার আত্মার শান্তি কামনায় আপনারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।