আয় আয় চৈ চৈ- দেবো কলা মুড়ি দই
খোকা সাথে বসি তুই- খাবি শুধু মুড়ি খই।
আয় বেটা চৈ চৈ- পান্তা ভাতে মুড়ি দই
আখের গুড়ের ভত্তা ভাতে- খাবি নাকি? আয় তুই।
খাবে খোকা দেশি রুই- সাথে খাবে কলা খই
খাবি নাকি আয় চৈ- ভত্তা ভাতে মুড়ি দই।
বুড়ো বেটা আসলে সাথে- পাবিনা তুই খই দই
খাবিকি সাথে দেশি কই? রুই কাতলা কিন্তু নেই।
আয় আয় চৈ চৈ- খোকা যাবে বিদ্যালয়
তিনটি হাঁসে পথ দেখায়- খোকার সাথে চল যাই।
খোকা যাবে মাছ ধরতে- ছিপটি নিয়ে সাথে
ও চৈ চৈ সাথে গিয়ে- বসনা তুই যেতে।
আমার খোকা বড্ড ভালো- লেখে অ আ ক
ছোট্ট খোকা পড়তে গেলে- ঘুমায় কিন্তু হ।
আয় আয় চৈ চৈ- খেয়ে দেয়ে শো
খোকা উঠলে খেতে হবে- কই মাছের ওই মুড়ো।
করেছি আমি ভত্তা ভাতে- মুড়ি খই আর দই
বেড়ে দেব থালের উপর- খাবি, পেট ভরে তুই।
ও চৈ চৈ ও চৈ চৈ- আয়না কাছে তুই
খোকার সাথে করবি খেলা- তা-ধিন তা-ধিন থই।
সময়কাল- দুপুর ০১:৫৮ (ডিসেম্বর ২৫, ২০১৭)