পাতায় পারিনা আসতে আমি- যাইতে পারিনা ঘুরতে
ক’দিন হলো ব্যস্ত আছি- এপ্লিকেশনের তালে।
কঁচি-কাঁচা শিশুগুলো ভর্তি হবে- ছ’য়ে
দিন-রাত্র পাঠ করছে- বইয়ের পাতা উল্টে।
ক’দিন ধরে ভাবছি আমি- পাতায় যাবো ঘুরতে
নিত্যনতুন ছন্দ দানে- গাঁথবো আসরে।
বাংলা পাতার হৃদয় কথা- এঁকে এঁকে সাজে
হৃদয় ক্রন্দন উড়িয়ে দিয়ে- মনেকে নাড়ে-চারে।
একেক জনের এক এক কথায়- যখন হয় মন, খারাপ
আছেন পাতার সেরা লেখক- মনকে ভাল করেন।
পাতায় আসুন খারাপ মনে- ভাল, ঠিকই হবে
চোখ বুলিয়ে যান আপনি- সদ্য লেখকদের দিকে।
পুরানোরাও কম নন- লেখেন বিশেষ বিষয়
উল্টে-পাল্টে লেখেন তারা- নতুনের ছোঁয়ায়।
পরশ খোঁজেন নিজের লেখায়- ছন্দ খোঁজেন তালের
বাংলা আসর জমিয়ে তারা- নিত্য বসে আছেন।
ব্যঙ্গ ছলে লেখেন কেউ- কেউবা অনুতে
কেউবা লেখেন ফাউ কবিতা- কেউবা বিরহে।
বিদ্রোহীর আদলেতে লেখেন লেখাগুলি-
কেউবা আবার ছন্দ খোঁজেন- প্রেমের লেখনি।
বাস্তবতার আলোকে লেখেন- এই আসরের কবি
এঁকে এঁকে চয়ন করি- নিজের পছন্দগুলি।
ভাললাগার কবিরা সব- লেখেন ভাল লেখা
পাঠ করি লেখাগুলো সব- ছন্দ কবিতা।
দোকানে বসলে লেখা হয় সম্ভব- বাইরে থাকলে নয়
এজন্যেই পারিনি যেতে- বাংলা আসরের পাতায়।
(ডিসেম্বর ১৩, ২০১৭)