চলার পথে ক্লান্ত দুপুরে হলো দেখা
মনের মাঝে লাবণ্য, তোমার নামটি লেখা!
ঘুমের রাজ্যে এসেছো -তুমি, কিন্তুু হয়নি-বলা
এর-ই নাম কি, বলে অস্পর্শ ভালোবাসা?
কখনো হেঁটেছি রৌদ্রে, তোমাকে দেখবো বলে
চিন্তায় মগ্ন আমি, অবেলায় তোমাকে নিয়ে!
কখনো কেঁদেছি আমি, তোমাকে দেখতে না-পেয়ে
হারানোর ভয় শুধু, না-বলা কস্টের মাঝে।
এঁকেছি তোমার ছবি, শাব্দিক ডায়রির পাতায়
রাঙ্গামাটি তুমি আমায়, নিয়ে চলো সেথায়।
দেহেতে খুঁজিনা আমি, খুঁজি তোমার আকৃতিকে
ভালোবাসি বলেই তোমাকে, হারিয়ে যাই প্রকৃতিতে।
তুমি আছো বলেই, আমি শুভ্র উন্মাদ
তোমার মাঝেই সারাক্ষন, করতে চাই বিরাজ!
ছন্দময় জীবনে তুমি, রেখেছো আমায় আনন্দে
তোমার সকল অভিযোগ, গ্রহন করবো সানন্দে।
বি.দ্র: [ এখানে কবি তার লাবণ্যকে কতটুকু ভালোবাসেন ও প্রকৃতির রুপ ও তার লাবণ্যের কাছে
হার মানে। কিন্তু কবি লাবণ্যকে ভালোবাসে-ন আবার প্রকৃতিকে ও ভালোবাসে-ন]