পেটের দায়ে যে চুরি করে সেই কি চোর?
রজনির মধ্যে শেষ চুরি, হতেই যেন ভোর!
লেখার জগৎ এ প্রবেশ সদ্য এক পথিকের
লেখাটুকু ও চুরি এই কার্য কোন আহাম্মকের?
পেটের দায়ে যে চুরি করে সেই কি চোর?
কবিতা লেখে ভাত খাইনা, পাই মনের জোর!
লেখার পর লেখা, হচ্ছে কি সমাজে পরিবর্তন?
ছোট শিশুরা অনিরাপদ, খবরের কাগজে শিরোনাম যখন " ধর্ষন"।
পেটের দায়ে যে চুরি করে সেই কি চোর?
কস্ট প্রকাশ করিলে অপরাধ হবে যে ঘোর!
বুদ্ধি নেই মশাই এই মাথায়,হাঁল নেই ধরবো কোথায়?
উপদেশ শুনতে শুনতে পঁচন ধরেছে কানের গোঁড়ায়।
পেটের দায়ে যে চুরি করে সেই কি চোর?
দেশকে ভালোবাসুন নিজের প্রানের চেয়ে ও, দূর মশাই!
দূর মশাই নয়,, বাস্তবতা -আজ আমি কবিতা লিখছি কাল আপনি?
ভালোবেসেই দেখুন দেশকে, কবি হবেন এমনি!
বি.দ্র:- [কবিতায় "চোর " কাকে সম্ভোধন করা হয়েছে, ঠিক তাকেই, যারা সবসময় অন্যের ভালো কাজকে, মন্দ বলে প্রকাশ করতে একটু ও দ্বিধা করেনা। ]