জ্বালা মোর প্রতিটি মুহূর্তে অজানাকে ঘিরে
ক্ষণিক ভালোবাসায় মন বাংলায় ফিরে বারে বারে;
শুদ্ধতার গন্ধ পাই হে বাংলার প্রতিটি ঘরে ঘরে
কলমের জোরে জয়ী বাঙ্গালী চিরস্মরণীয় হয়ে রবে।
বাংলায় লিখি মোর মাতৃভূমির ঐ টানে
বাংলার মধ্যে-ই জন্ম তথাপি সহস্র গুণীজনের!
জয় হোক বাংলার প্রতিটি মানুষের সম্মাণে
শক্ত করো হে মন জাগো বাংলার অপশক্তির অপমানে।
বাংলা ভাষার চেতনা হৃদয়ে নাও ধারণ করে
বাংলার মাটিতেই দেহাবশেষ মোর ঘোষণা উচ্চস্বরে
সহস্র কোটি শ্রদ্ধা মোর এই বাংলার বন্ধু " বঙ্গবন্ধুকে "
হে মহান নেতা রয়েছো মোর হৃদয়ের প্রতিটি কোণে।
মা মাটি মানুষের ওপার বাংলার দিদির নবঅধ্যায়
বাংলার গর্বিত নেত্রী প্রণাম মমতা বন্দ্যোপাধ্যায়!
বঙ্গবাসী সকলের জাগরণে হোক বাংলার জয়গান
ভালোবাসে আপামর জনতা এ যে বাঙ্গালীর প্রাণের টান।
কবিগুরু-বিদ্রোহী কবি-পল্লীকবি বাংলা মায়ের সন্তান
বাংলার কবিতায় জুগিয়েছেন হে প্রাণের সঞ্চার।
ছোট্ট আবেগে ভালোবাসায় পূর্ণ সামনেই অন্ধকার
দেহাবশেষ পড়ে রবে ধরণীতে পাড়ি দিতে হবে পরপার।
পৃথিবীর বুকে বাঙ্গালীরা বাংলাকে আঁকড়ে ধরবে
কত তাজা প্রাণের বিনিময়ে, যে বাংলা ইতিহাস পড়বে?
ভাষা আন্দোলন ও হে বাঙ্গালীর অস্তিত্বের পরিচায়ক
মুক্তিযুদ্ধে শহীদ জননী সবাই মোর "বাংলা ভাষার নায়ক"।
বি.দ্র:- [ বাংলার প্রতিটি মানুষের কাছে উৎসর্গ করলাম, এই কবিতা। ভূল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ]