নিশী রাতে দুর্গম পথে
কালিপদ ছুটেছে চাকু নিয়ে,
চুরি তার অদম্য নেশা
মানুষ ঠকানো-যে, কালির পেশা।
মধ্য পথে হলো দেখা
গুরুচরণ যায়, নিয়ে টাকা!
পুলিশ কাকুর গাড়ির চাকা
দ্বিধায় পড়লো গুরুচরণ দাদা।
ঝোঁপের পাশে-ই আত্মরক্ষা
গুরুচরণের মাথা, যাচ্ছে দেখা!
চুপি-চুপি কালি মারছে ঊঁকি
চোরের উপরে, করবে চুরি!
আঁধার আলোয়, কালির টানে
গুরুচরণ পড়লো, মাটির মাঝে!
টাকার ব্যাগ-ই, গুরুচরণের জান
হাতা-হাতি-কিল-যে, চলছে অবিরাম।
টাকার ব্যাগ নিয়ে টানা-টানি
চলছে কালি-গুরুর মারা-মারি!
পুলিশ কাকুর ধরা-ধরি খেলাতে
কালি-গুরু গেলো, শ্বশুর বাড়িতে।
বি.দ্র: [দুই চোর কালিপদ আর গুরুচরণ, দুজনেই চুরি
করে থাকে রাতের বেলায়....! এজন্য-ই তাঁদের
নিয়ে লিখলাম, আশা করি ভালো লাগবে!
চরিত্র গুলো কাল্পনিক]