লাবণ্য আমার স্বপ্নে, দেখা ছোট্ট গল্প
মনের মাঝে উঁকি, যখন তখন অল্প!
আকাশে ভেসে বেড়াই, কেউ দেখবে বলে
দুজনের লুকুচুরি প্রেমে, রোদেই বরফ গলে।
কখনো দুজনে মেঘালয়, আবার কখনো হিমালয়
উড়ে যাই নির্দ্বিধায়, মন যেখানে যায়!
মেঘের রাজ্যের পেয়াদা, নিয়ে চলেছে রাজ্যে
হিসেব দিতে হবে, কেনো এসেছি এখানে?
উড়ে উড়ে ঘুরে, এসেছি মেঘের রাজ্যে
রাজদরবারে হয়েছি হাজির, পেয়াদার আটকের কারণে!
দুজনের হাতেই শিকল, ধরেছি রাজার চরণে
রাজা মহাশয়ের ক্ষমা, মনে থাকবে এ জীবনে?
শিকল খুলেছে পেয়াদা, মুক্ত আমরা দুজনে
মেঘের রাজ্যের রাণী, লাবণ্যকে ডাকলেন নির্জনে!
কেনো এসেছি রাজ্যে, মহারাণী জেনেই চমকে?
রাজা আর আমি, গল্পে হারিয়েছি দুজনে।
লাবণ্য আর আমি, দুজনেই খুব খুশি
যাব-না আর পৃথিবী, আমরা এক জুঁটি !
প্রাসাদের কাছেই নন্দন, এ-যেন মায়ার বন্ধন
ভালোবাসারই হয়েছে জয়, হারিয়েছি সব ভয়।
বি.দ্র: [ এই পৃথিবীর কোথাও ভালোবাসার মতো
কোন জায়গা নেই মনে হয়েছিলো কবির। যেখানে
চেনা-জানা কোন মানুষ-ই থাকবে না, থাকবে না কোন
শাসন, ইচ্ছে হয়েছিলো সেরকম কোন জায়গায় খুঁজে,
লাবণ্যকে নিয়ে চলে যেতে। ]