সবুজের সমারোহে বিমোহিত মন
আসবেন কিন্তুু যখন-তখন!
ভাবছেন কেনো, মিছে-মিছি?
আমরা-কিন্তুু, সব শ্রীমঙ্গলী।
কেনো করলাম, এই আমন্ত্রন?
প্রকৃতির দেশে তোমার নিমন্ত্রণ,
চায়ের রাজধানী সবার শ্রীমঙ্গল
১৬৪.১৫ বর্গমাইল যার আয়তন।
নয়টি ইউনিয়নে একটি উপজেলা
১৯৭২ সালে হয় পৌরসভা,
শ্রীমঙ্গলের-শ্রী, হারিয়েছে কি!
হারাবেনা কেনো-দিয়েছি কি?
তারপর যে ভালোবাসি-ভালোবাসি
এই আমার জন্ম-ভূমি!
শতকোটি প্রণাম হে বঙ্গজননী,,
নি:শ্বাসে তুমি মা জগৎ-জননী।
বি.দ্র: [শ্রীমঙ্গলকে নিয়ে লেখা, আমার প্রথম কবিতা]