নীল আকাশের হাওয়া, উড়ছে মনের ঘুড়ি
রঙিন স্বপ্নে বুনছি, আমি কথাগুলোর ঝুড়ি
ঘুড়ি হয়ে উড়ছো, তুমি ঐ আকাশের পানে
সুতা হয়ে মনটা, যাচ্ছে ভালোবাসার টানে।
ঘুড়ি তুমি গিয়েছো, ফিরে তাঁকিয়েছে কি?
সুতার বন্ধন লাটাইয়ে, তুমি জানো কি!
ঐ আকাশে মুক্ত তুমি, আমায় ভুলে গেছো
লাটাই ভাবছে তোমায়-টেনে, আনবে আমার পাশে।
ঐ আকাশের নীলাভে, খুঁজছি তোমায় আমি
তোমায় খুঁজে চলছি, কারণ তুমি সবচেয়ে দামি।
ভাবনা আমায় ভাবায়, তাইতো আমি ভাবি
ভালোবাসি আমি তোমায়, এই ছিলো যে দাবি।
এতো কাছে থেকে ও, মনে হয় দুরে
এভাবেই থাকি যেন, জনম জনম ধরে।
ছন্দে নয় তোমায়, স্বপ্নে আমি খুঁজি
দুরে নয় তুমি, থাকো খুব কাছাকাছি।
বি.দ্র:- [কবিতার ছন্দে রাই, তোমায় খুঁজে পাই]