আমার চারপাশে এখনও শূন্যতার ভিড়
এখনও প্রেমহীন এ হৃদয় স্তব্দ তোমার ঐ
গোলাপি ওষ্ঠের মতো। তুমি দিয়েছ
আধখানি চাঁদ উপহার। যেমন করে ঠিক
গণিকা বিলিয়ে দেয় বেওয়ারিশ প্রেম
ঠিক সেইভাবে বিলিয়ে দিয়েছ সংশয়
আজ আমার নিঃস্ব চোখের চারপাশে
বিষন্ন বুকের চারপাশে এ নিঃশ্বাস
খোঁজে ফেরে তোমার ঘ্রান। তোমার
ঐশ্বরিক ভালোবাসা।
জানি তুমি মিলিয়ে গিয়েছ ঐ গোপন চাঁদের শরীরে। তবু ঘৃনা নয় সব কিছু!
ভালোবাসাই সম্বল। তবু যাও তুমি
তোমার ঐ গোপন চাঁদের কাছে। গোপন
শরীরী খেলায়। ভালোবাসায়।
আমি এখন নির্বাক পাহাড় হবো
এসো তখন তোমায় ভরিয়ে দেবো, রঙ বাহারি ফুলে ও ফলে -
শুধু প্রেমিকা আমার। বন্ধু আমার।