কে তুমি হদয় হরিণী
মনের প্রেয়সী কে তুমি?
আমি দেখেছি তোমার
সব গোপন ভালোবাসা
গোপন শরীর।
তুমি কি শুধুই রক্তিম
আলো না কি আরও কিছু
গুধুলি বেলার নব দম্পতীর
চোখের মতো, না কি তুমি
পরী কোনও মাতাল সাগরের
শুধু একবার বলো প্রেয়সী।
যে তৃষ্ণায় কাছে আসো, যে ঘৃণায়
পুনরায় চলে যাও দূরে কোনও এক
দানবের কাছে, কোনও এক পুরশুরামের
কাছে, আমি কি সেই প্রেম কখনও
দিতে পারিনি তোমায়- বলো শুধু
একবার হে হৃদয় বিনাশিনী।