এ ধুসর পথে আজও বেজে উঠে গান
রাগবিহীন সুরে নেই কোনও অভিমান:
তবুও কেমন নেশায় ডুবে
রয় সেইসব মাতাল কবির সম্মুখে;
যত বিষণ্ণ ভোরে দেওলিয়া চোখ
আজও স্বপ্ন দেখে, প্রবল উৎসুক -
যদি আবারও তৈরি হয়, নূতন
কোনও সভ্য প্রেম; পতন
নিশ্চয় তাই এ যাত্রায় তুমি পাঠক,
আর আমি হবো পরাজিত কবি।
নিশ্চয় - নিশ্চয়।