কুমারী নারীর মলিন মুখের ছায়ায়
যে মেঘরাশি উঁকি দেয় নিরাশায়;
রক্তিম নিঃশ্বাসে সেই খতিয়ান,
যেন আজও সন্ধিহান।
উষ্ণ চোখের আশ্বাসে নীরব দুপুর;
তবু মনেহয় যে নিঃস্ব সুখের টানে,
এ জীবন আজ দেওলিয়া, সেইখানে
আর হবো না'কো বেওয়ারিশ নূপুর।
যে রুপ লুটিয়ে পড়ে পা'য়ে, তুলে আনে
এক রঙ্গিন হৃদয়ের শব, যা কিছু
টাকার বুলেট; সেই সব সুখের টানে
যাবো না আর ওর পিছু পিছু।
রচনা:সুব্রত ঘোষ::০৫-০২-২০১৬: