তুমি এলে তাই -
সূর্য উঠলো নেচে, আকাশ গেলো কেঁপে;
মেঘ ভেঙ্গে বৃষ্টি নামে, গম্ভীর গর্জনে।
তুমি এলে তাই -
বিষণ্ণ কোকিল আজ মন খুলে বাঁচে,
নীরবে পাড়ি দেয়, এলোমেলো নিঃশ্বাসে।
তুমি এলে তাই -
গোধূলি বেলায় রঙিন হয় আকাশ,
চূর্ণ হয় যা কিছু, বিষাক্ত বাতাস।
তুমি এলে তাই -
আজও আনন্দ উল্লাসে মেতে উঠে গ্রাম,
হিংস্রতা নয়, এ ভালোবাসার সংগ্রাম।
তুমি এলে তাই -
কুমারীর মেয়ে, স্বপ্ন আঁকে চোখে মুখে,
গভীর নির্জনতায় প্রেম খোঁজে মনে।