নিঃশব্দের কবিতা তুমি রঙিন
প্রজাপতি, চোখের মাঝে হৃদয় নাচে,
তোমার অভিমুখে -
স্বর্গ, মর্ত্য ও পাতাল জুড়ে জন্ম হয় আজ
নিসংকোচে; জন্ম নয় সে ব্যর্থ প্রলাপ,
নয় কোনও এক ব্যর্থ অভিযান;
সে আমাদের প্রেম, আমাদের অন্তিম দেহ নির্যাস।
তোমার ওষ্ঠের গোপন ব্যথায় যে প্রেম
আচমকা কথা বলে, আমি সেই ব্যথায় কাতর;
সেই চোখের চারপাশে আমি আরও
বেনামী ভালোবাসায় জীবন কাটাতে চাই:
যেখানে প্রেমই মূল কান্ডারী আজও।