আমার সকল বিষণ্ণতা চুরমার হয়,
তোমার ঐ মলিন উষ্ণতায়; তুমি
সম্মুখে রেখেছ হাত, যেখানে আজও
বহু প্রাচীন শিশিরে স্তোপ খেলা করে।
আমি এক পরাজিত চিল, তোমার
রক্তিম সভ্যতা জুড়ে; তুমি যে
প্রেম দিয়েছ নূতন আলোর খেলায়:
আমি তার যোগ্য নই কবি।
আজ এ বিষাক্ত সময়ের ডাকে,
কেউ আসে না, পুরুন লেনদেনের
সেই সব পরিধির চারপাশে: যেখানে
আজও জীবনের হিসেব নিকেশ হয়।
তুমি হেলায় হারিয়েছও পথ, যা
এ সভ্যতা থেকে আরও কোটি মাইল দূর;
আজ তোমার চারপাশে তারাদের ভিড়;
আমারা তো সামান্য মানুষ মাত্র!